ভাবনার একটা আকাশ ছিল , যেখানে উঁকি
দিতো আশা আর কল্পনার শুকতারা।
সমুদ্রের মত একটা মন ছিল,যেখানে জেগে
উঠতো নাম না জানা কত প্রতিশ্রুতির চোরাবালি।
অরন্যের মত একটা সংসারছিল ,যেখানে আবেগ ছিল,
ছিল ভালোবাসার কত রঙ! বুনো হাঁসের মত ইচ্ছেগুলো
ছুটে বেড়াতো মনের সাগর- নদী –গিরি- গুহা সবখানে।
স্কুলের গন্ডী পেরুতেই জীবনের কানাগলি দিয়ে এল
সর্বনাশা অভাব । কত কষ্টকরে একবুক দম নিয়ে বাচতে
চাইলো , হলোনা , তারুন্যের উন্মাদনা,শোষকের বঞ্চনা,
যৌবনের অতৃপ্ত কামনা,ভাবনার নির্মল আকাশটাকে ঢেকে
দিলো হতাশার কালো মেঘে । ক্ষুধা আর দারিদ্রের সাথে
লড়াই করে বাচতে গিয়ে কখন হারিয় গেছে সুখের
সেই দিনগুলি আজ আর মনে নেই। তোমাকে দেওয়া
সকল প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছি তাই । আমার
স্বাধীনতা , বড় ত্যাগ আর রক্তের দামে কেনা বিজয়
যা ছিলো শুধুই আমার । সুখ তুমি আসার পরে
সেও পর হয়ে গেলো । জননী তোমার বুকে আজ
রক্তের হোলি খেলা , ওরা বলে সন্ত্রাস, আমি বলি রাজনীতি ।
হে মাতৃভূমি , তোমাকে দখলের এ এক ঘৃন্য পথ , যা কখনো
শান্তি আনেনি, করেছে বিচ্ছেদ,মানব জাতিকে বিভ্রান্ত করেছে
যুগেযুগে। জীবনের ভুল পথে হারিয়েছে কাংখিত বিজয়!
জীবন যেন এক অন্ত হীন মরীচিকা,বাধনহীন শাসনহীন বিস্ময় !
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫