সাবাস বাংলাদেশ ক্রিকেটে সিরিজ জয় ও বিশ্ব রেকর্ড- অভিনন্দন
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি স্মরণীয় দিনের জন্ম হলো। ২১জুন ২০১৫
মীরপুর স্টেডিয়ামে রাতে টাইগাররা শক্তিশালী প্রতিপক্ষ বিশ্বকাপজয়ী ভারতকে এক ম্যাচ হাতে
রেখেই পরপর দুই ম্যাচে পরাজিত করে সিরিজ জয় করে নতুন ইতিহাস সৃষ্টি করলো ।
দেশবাসীকে এনে দিলো বহু কাঙ্ক্ষিত বিজয়। সেই বিশ্বকাপে নকাউট পর্বে মেলবোর্নে
অনৈতিকভাবে বাংলাদেশকে হারিয়ে ভারতের বিজয়ে আইসিসির বিতর্কিত ভুমিকায় ক্ষুব্ধ
ক্রিকেট ভক্তদের সান্তনা দিয়েছে এই বিজয় । একটি দুর্দান্ত বিজয় ও সাতক্ষীরার কিশোর
মুস্তাফিজুরের দুই ম্যাচে ১১ উইকেট লাভের বিশ্বরেকর্ড এ এক দুর্লভ অর্জন ।সাতক্ষীরার
আর এক তরুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিশ্রুতিবান ওপেনার সৌম্য সরকার
ইতোমধ্যে যে বিশ্ব ক্রিকেটে সকলের নজর কেড়েছে । আমরা তোমাদের জন্য গর্বিত , পুলকিত ,
আনন্দিত । জাতীয় ক্রিকেটের বর্তমান খেলোয়াড়বৃন্দ, ম্যানেজার ,কোচ ,ক্রিকেট বোর্ড সভাপতি
সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ এবং মাননীয় প্রধান্ মন্ত্রীকে প্রানঢালা অভিনন্দন । আমার
ছোটভাই পারিবারিকভাবে যে আমার খুব নিকট আত্মীয় সৌম্য সরকার, আমাদের ছোট বাবু
এত কম বয়সে তার এই অসাধারন সাফল্যে আমি অভিভূত । বড়দাদা হিসেবে আমি ও আমার
পরিবা্র পুত্র-কন্যা ,আমার মা ভাই সহ সকলে আনন্দিত। আমরা ভবিষ্যতে তার ও তার সহ-
পাটিদের উত্তরোত্তর সার্বিক সাফল্য কামনা করি । সবশেষে এই অনন্য সন্মান অর্জনের জন্য
তোমাদের কে জানাই প্রাণঢালা অভিনন্দন। সাবাস বাংলাদেশ এগিয়ে চলো ।
২২ জুন ২০১৫ ,সাতক্ষীরা ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ রাত ৮:০৫