আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিদেশী প্রেমিক ভ্যালেন্টাইনের ভালোবাসার জন্য জীবন উৎসর্গের মর্মান্তিক ঘটনার দিনটিকে স্মরনীয় করে রাখতে বিশ্বের সকল হৃদয়বান মানুষ আজ বিশ্ব ভালবাসা দিবস পালন করছে। প্রতি বছর ১৪ ই ফেব্রুয়ারী আমাদের প্রকৃতিতে বসন্ত ঋতু্র প্রথম মাস ফাগুন শুরু হয় । এই মাসের ২১ ফেব্রুয়ারী আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলনের মহান শহীদ দিবস। বাংলাভাষাকে ভালোবেসে তাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির জন্য শাসকের গুলিতে ঢাকার রাজপথে জীবন দিয়েছিল দুঃসাহসী কিছু বাঙালী তরুন । ভাষার জন্য যে অমর ভালবাসা আজ তা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। মনের মানুষকে ভালবাসার জন্য জীবন দানের দিনটি আজ বিশ্ব ভালবাসা দিবসের স্বীকৃতি পেয়েছে । ভালবাসার সকল অনুভব তাই মানবিকতার এক গভীর আবেগে আবদ্ধ, যা দেশ- কাল- পাত্র-জাতি-ধর্ম- বর্ন নির্বিশেষে যুগ যুগ ধরে একই জীবন বোধের স্রোতে প্রবহমান । আজ বিশ্ব ভালবাসা দিবসের এই বসন্ত দিনের ফাগুনে আমি গভীর শোকাহত, যারা রাজনীতির নামে সৃষ্ট কতিপয় বিবেকহীন দানবের ছোঁড়া পেট্রোল বোমা, ককটেলের আগুনে পুড়ে অঙ্গার হয়ে চিরবিদায় নিয়েছেন, যারা ঢাকা মেডিকেল সহ সারাদেশের বিভিন্ন হাস- পাতাল ও চিকিৎসা কেন্দ্রে দগ্ধ শরীর নিয়ে মরন যন্ত্রনায় ছটফট করছেন, যাদের পাশে বসে অসহায় স্বজনদের আহাজারী আকাশ বাতাস ভারী করে তুলছে, আমি তাদের জন্য মর্মাহত , ব্যাথিত, বাকরুদ্ধ। আমার বিশ্ব ভালোবাসা দিবসের সকল অনুভবের ফাগুন যে সর্বনাশা আগুনে আজ অঙ্গার হয়ে যশোরের হতভাগ্য পিতা নুরুজ্জামান ও তার অতি আদরের কন্যা সম্ভাবনাময়ী তরুণী মাইশা সহ অন্যান্য অগ্নিদগ্ধ মৃত সকল তাজা প্রানের বিদেহী আত্মায় সমর্পিত । আমি এখন এক ছন্নছাড়া উদ্ভ্রান্ত বাউল । জীবনের মানে যার কাছে এখন শুধুই হতাশা । ৭১-এ মুক্তি যুদ্ধে সপ্তম শ্রেণী পড়ুয়া এক কিশোর আমি কত মৃত্যু দেখেছি , কত শত্রু দেখেছি । সেদিন বিদেশী শত্রুদের নিছক শত্রুই ভেবেছি । ঘৃনা করেছি ,তাদের ধ্বংস ও মৃত্যুতে উল্লাস করেছি । আজ আত্ম স্বীকৃত, আন্দোলনের নামে স্বদেশী মানুষ হত্যাকারীদের কি বলবো , কি ভাষায় ধিক্কার জানাবো ভেবে পাইনা । সৃষ্টিকর্তাকে জানাচ্ছি ,তুমি ওদের বিবেক দাও , ওদের ধৈর্য দাও, সাধারন মানুষ কে বাঁচানোর জন্য আমাদের শক্তি দাও । বিশ্ব ভালবাসা দিবসে আমার সকল প্রিয়জনকে শ্রেণীভেদে আমার অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা রইলো ।