আমি আর পাখি পুষবো না, পাখি পোষার অনেক জ্বালা,
ও সে ছিল আমার বুকের মানিক আমার গলার মালা।
সে সুযোগ পেয়ে গেলো উড়ে ,দিন দুপুরে দিলো ফাঁকি,
ও সে চোখের আড়াল হলেই আমি সবই চোখেআঁধারদেখি ,
নিষ্ঠুর পাখি দেয় না সাড়া যখন তারে আমি ডাকি।
কত খানা পিনা খাওয়াই তাকে হ্য় না খুশী কোন কালে,
তার লাগিয়া কত বিলাপ করি ভাসি আমি চোখের জলে।
আমার দিনে দিনে দিন ফুরালো পাইনা আমি পাখির মন ,
সজনীগো সবই হলো বিফল- সে ব্যথায় যায় জীবন।
আমি খাঁচার দুয়ার দিলাম খুলে দেখিস্ খুজে কে আছে,
সে এবার গেলো বুঝি উড়ে তার আপন স্বজনের কাছে।
সন্তান হারা মায়ের বুকে পাখি আর আসেনা ফিরে-
বুকের জ্বালা জুড়ায় না তো শুধু ভাসে আঁখি নীরে।
কত জনে কাঁদাই ,নিজে কাঁদি, হয় না সমাধান।।
পাখির শোকে ঘুরি দেশে দেশে বোঝেনা মন পরান।
ও কেউপাখির দেখা পেলে পরে আমার কথা বোলো,
পোষা পাখির মায়ায় দয়াল -আমার জীবন বুঝি গেলো।