ছবি- তাহনান ফেরদৌস।
প্রাককথাঃ
"মেঘদূত লেখার পর থেকে আষাঢ়ের প্রথম দিনটা একটা বিশেষ চিহ্নিত দিন হয়ে গেছে— নিদেন আমার পক্ষে...
হাজার বৎসর পূর্বে কালিদাস সেই-যে আষাঢ়ের প্রথম দিনকে অভ্যর্থনা করেছিলেন এবং প্রকৃতির সেই রাজসভায় বসে অমর ছন্দে মানবের বিরহসংগীত গেয়েছিলেন, আমার জীবনেও প্রতি বৎসরে সেই আষাঢ়ের প্রথম দিন তার সমস্ত আকাশ-জোড়া ঐশ্বর্য নিয়ে উদয় হয়—
সেই প্রাচীন উজ্জয়িনীর প্রাচীন কবির, সেই বহু-বহু-কালের শত শত সুখ দুঃখ বিরহ মিলন ময় নরনারীদের আষাঢ়স্য প্রথম দিবস!"
শিলাইদহ।
বুধবার, ২ আষাঢ়। ১২৯৯।
ছিন্নপত্রাবলি। রবীন্দ্রনাথ ঠাকুর।
*
আকাশ ঝেঁপে বৃষ্টি ঝরে
তুমি ঝরো হৃদয় জুড়ে
*
মেঘ-বিজলি আকাশ আঁকে
আজ বৃষ্টি রঙের ঘনঘটা
তোমার আর আমার ডাকে
হতে পারতো মেঘলা গল্পটা
*
স্তব্ধ বিকেল
তবু সারাক্ষণ মেঘ ডেকে যায়
সুরেলা মন
তবু তোমার ছন্দ খু্ঁজে না পায়
*
আকাশ আঁধার, মেঘ গুড়গুড়
আমার হৃদয়, গায় তোমার সুর
*
বৈশাখি বিজলি মিশে গেছে
আষাঢ়মেঘের সাঁঝে
তোমার বিজলি মুছে গেছে
তড়িতাহতের মাঝে
*
বৃষ্টির বান
আজ নামে, কবির অবিরল কবিতার মত
তবু তোমার নাম
কোথাও পায়নি কবি, খু্ঁজে ফিরে যায় যত
*
আঁধার হারায়, আজ আলো ছড়ায়
ঘোরলাগা বৃষ্টিরাও থামে
তবু সে আসবে, থাকছি আশায়
বুঝি মেঘটিকেটের খামে