মানুসের জীবনে অনেক কিছুই ঘটে যায় , কিন্তু আজ আমার জীবনে একটু অন্য রকম ঘটনা । কেও বলবে কাল্পনিক আবার কেও অবাস্তব কিন্তু এটা আসলেই সত্য । আমিও জানি সপ্ন অবাস্তব , কিন্তু সপ্নেও এমন কিছু ঘটে যায় যা সত্যি অবিশ্বাস্য । কারো জিবনে এমন কোনও ঘটনা ঘটেছে কিনা জানি না , তবে আমার জীবনে ঠিক তেমন ই একটা ঘটনা ঘটে গেলো ।
প্রতিদিনের মত আজ ও সকালে নাস্তা করে ক্লাস এর উদ্দেশে বাসা থেকে বের হলাম । সারা দিন ক্লাস ,টিউটরিয়াল ,ল্যাব ক্লাস করে বাসায় ফিরলাম । বিকেলে কিছু ক্ষণ এর জন্য বাইরে জাওয়া । বেশি ক্ষণ বাইরে থাকতে পারলাম না । সন্ধার আগেই আবার বাসায় ফিরে আসলাম । বাসায় ফিরে প্রতিদিন এর মত ফ্রেশ হয়ে পরার টেবিল এ বসলাম । কিছু ক্ষণ এর মধ্যেই অনুভব করলাম পড়তে পারছিনা ,ঘুম ঘুম ভাব । এভাবেই কিছু ক্ষণ পরলাম । কিন্তু আর পারলাম না বিছানা আমাকে তখন খুব চিৎকার করে ডাকছিলও । ডাকের সারা দিয়েই বিছানাই চলে গেলাম । অতপর কিছু ক্ষণ এর মধ্যেই ঘুম ।
ঘুমের পর কি ঘটে সাধারনত মানুষ খুব কমই মনে রাখে । কিন্তু আমার ঘুমের পর কি হলও আমি সব কিছু মনে করতে পারছি ঘুম ভাঙার পর । ঘুমের মধ্যে কিছু আসলে সাধারনত মানুষ সেটাকে সপ্ন বলে কিন্তু আমার এটা সপ্ন ছিলও না , বাস্তব জীবনেরই একটা মুল অংশ ।
''ঘুমের পর''
আমি তখন পরার টেবিল এ , পিছন থেকে কে জেনো ডাক দিলো । কে ডাক দিলো ?? ভাইয়া ?? না ভাইয়া তো বাইরে গেলো !! তাহলে কে ডাক দিলো ?? বুয়া তো অনেক ক্ষণ আগে চলে গেছে । পিছন ফিরে দেখলাম কেও নেই । মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলও , কিছু টা ভয় পেলাম । তখন আমি বাসায় একা । তবুও নিজের মধ্যে সাহস আনার চেষ্টা করলাম । কিন্তু ভয় টা আরও বারতে লাগলো । কিছু ক্ষণ এর মধ্যেই অনুভব করলাম শরীর থেকে শক্তি ফুরিয়ে জাচ্ছে । ভাইয়া ভাইয়া করে ডাকছি , কিন্তু মুখ থেকে সে আওয়াজ বের হচ্ছে না । কোনও ভাবেই শরীর কে নরাতে পারছি না । আস্তে আস্তে চারদিকে কেমন জেনো অন্ধকার হয়ে আসছিলো । আমি আমার নিজের শরীর কে দেখতে পারছি , ভাইয়া কে ডাকছি সব ই বুঝতে পারছি আবার এটাও মনে হচ্ছে আমার কথা অন্য কেও শুনতে পারছে না । এর কিছু ক্ষণ এর মধ্যেই আরও ভয়ংকর পরিস্থিতির সম্মুখিন হলাম । তখন আর কাওকে ডাকতে পারছিনা ,শরীরকে সরাতে পারছি না । চোখ বন্ধ হয়ে আসসে ,অনেক চেষ্টা করলাম তাকানোর ,পারলাম না । এর পরেই সব শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেললাম । তখন যে আমাকে পিছন থেকে ডাকছিলো হটাত আবার তাঁর কথা শুনতে পেলাম , কিন্তু কি বলছিলো আমি বুঝতে পারছিলাম না । তাঁর শেষের একটি কথা বুঝতে পারলাম '' ইন্নালিল্লাহহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন ''
''ঘুম ভাঙার পর''
যখন ঘুম ভয়ে ঘুম ভেঙ্গে গেলো তখন ও আমার কণ্ঠে '' ইন্নালিল্লাহহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন '' এই কথা টা বার বার উচ্চারিত হচ্ছিলো । তকন দেখলাম ভাইয়া আমার পাশে , আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করলো কি হয়েছে ? আমি কিছু বলতে পারলাম লাম না তখন মুখে তখন একটি কথাই বার বার উচ্চারিত হচ্ছিলো '' ইন্নালিল্লাহহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন '' । স্বাভাবিক হতে সময় লাগলো ।
অতঃপর ভাইয়া কে বললাম সবকিছু , আব্বু-আম্মু কে ফোন করে জানালাম । তারা চিন্তা করতে না করলেন ।
কিন্তু আমি আমার মনে মনে উপলব্ধি করতে পারলাম '' আল্লাহ কি আমাকে আরও কিছু সময় দিলো ??''
কাল্পনিক নয় ,আমার জীবনের একটি বাস্তব ঘটনা ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯