কুয়াশা দিন গ্যালাক্সির ফানুষ হয়ে ছূঁয়ে ছিল আঙ্গুল
মনের কুটিরে জলের অনিমেখ স্রোত।
নীলাভ যন্ত্রনার কাঁটা ঘড়ির সময় হয়ে আছে
গোলাপ ফুটানো হাতে কাঁটার আঘাত।
কতকাল ঘাস ফড়িং দিন, একা অপেক্ষায়
নাগরিক মৈথনে স্বমেহন সুখ
কফির পেয়ালায় তিতকুটে স্বাদ
লেগে আছে চুমু হয়ে।
ছায়াবদল বৈভবে বৈদ্যুতিক বালিহাঁস
ইজেলে, প্রিজম ছন্দ, ভঙ্গুর এবং মশৃন এক সাথে হাঁটে
ধানের গন্ধ বেয়ে উঠে জলজ মায়া।
আকাশের এক প্রান্তে এখনও লেগে আছে
একচিলতে হাসি আবছা শত বৎসরের সুখ হয়ে।
দেজা ভুঁ মরীচিকায় বাঁধে মন।