যতই লোহার বেড়ায় বন্দী রাখ নিজেকে
কালসাপ তোমাকে ছূঁতে চাইলে
বেহুলার বাসর হবেই
কিছুতেই ফেরানো যাবে না কিছু।
ভালোবাসার আশায় আকাশভরা
তারার মালায় সাজিয়ে ঘর
জোছনা ফুলের সুবাস আর চন্দন মেখে অপেক্ষা করো
ভালোবাসা তোমার উঠানটুকুও মাড়াবে না।
ক্ষয়ে যাবে অপেক্ষা নীল যন্ত্রনা বিষে
একাকী প্রহর কাঁদবে মরুময়
নিঃসঙ্গতার ধূধূ ভূবনে
জড়িয়ে তোমাকে বেদনার বারিপাতে।
জীবন ধারণের ব্যাস্ততায়
চোখ তুলে তাকাবার ফুরসত নাই যখন-
বিড়ম্বনা অপ্রস্তুত সময়ে মাখামাখি
এমনি টানাপোড়েন দূর্যোগ সময়ে-
মিষ্টি মধুর ভালোবাসার সুবাতাস
তোমাকে ভাসিয়ে নিতে আসে
এই অস্থির অবগাহন পাগলামি
উপভোগ করতে পারছো না, জীবন জটিলতায়।