-আমার সাথে কতদূর যেতে পারবে তুমি?
-যতদূর তুমি নিয়ে যাবে।
-কিন্তু হাঁটতে হবে পিছনে অনেকপথ
-পিছনে কেন?
-সেখানে আছে অতীত ইতিহাস।
মাটি খুঁড়ে কয়লার অতল থেকে যেমন তোলা হয় হীরে
তেমনি ইতিহাস লুকিয়ে থাকে অতীতের অন্ধকারে।
খুঁজে পেলে স্বযতনে গড়া হয় রত্ন খচিত অলংকার
বহু মূল্যবান।
বিস্মৃতি আর হারিয়ে যাওয়ার মাঝে আলোর ঝিলিক
তাকে খুঁজে পেতে হাঁটতে হবে কণ্টকাকীর্ণ অনেক পথ; রক্তাক্ত মাটি খুঁড়ে।
সত্য আর সভ্যতা গৌড়ব মাটি চাপা পরে আছে।
সহজে সে সত্য পাওয়া যাবে না
তাই হাঁটতে হবে পথ খুঁড়ে খুঁড়ে পিছনে অনেক;হাড় মজ্জার অস্তিত খুঁজে
বেদনা ও দুঃখের নদী বয়ে।
অশ্রু সম্বরণ করে রেখো ধুয়ে ফেলো না ধূসর তাম্রলিপি চোখের ধারা জলে।
বুকের ভেতর রেখো শিলা স্বযতনে,
যেন জীবাশ্ম কঙ্কালের গল্প শোনে হৃদয়ের অমলধারা ক্ষয়ে না যায়।
অমলিন আকাশের লেখা মলিন হয়ে শুয়ে আছে মাটির গহিনে।
জীবনের স্পর্শ তুলে আনতে যাবো স্পন্দন প্রাচীন গহিন থেকে
যদি আমার সাথে যেতে চাও
হাঁটতে হবে পিছনে বহুদূর প্রথমে, সামনে এগিয়ে যেতে্.......