"বিস্মৃতি"
সে যে আজ কোথা হারিয়ে গিয়েছে, আঁধার ছেয়েছে ঘনঘোর কালো;
চাঁদ নেই তারকারাজিও উধাও, নেই জ্বলে কোথা টিমটিমে আলো!
সে যে জানে শত হৃদয়ের কথা, মায়াজালে ঘেরা হাজার স্মৃতি!
কত দিন কত রাতের প্রহর কেটেছে, সাক্ষী শুক্লাতিথি!
'কিছু মানুষকে মনে রাখার কোনো অর্থ নেই; আর আমি সেই মানুষগুলোরই একজন।'
যারা অতি সহজেই... বাকিটুকু পড়ুন
