একদিন এক ছেলে তার মাকে বলতেছিল ,,
ছেলেঃ মা আমি নতুন জামা কিনব,
মাঃ কেন বাবা?
ছেলেঃ সবাই নতুন জামা পরে,শুধু আমিই পুরাতন জামা পরি, আমার আর পুরাতন জামা পরতে ভালো লাগেনা।
মাঃ দেখ বাবা, তোমার বাবাতো মারা গেছে, কোন ভাবে আমাদের দিন চলে, নতুন কাপড় কেনার টাকা কই পাবো?
মায়ের কথা শুনে ছেলে মন খারাপ করে চলে গেল,,,,,,,,, বিকেল বেলা মা তাকে কিছু টাকা দিল এবং বলল,,, যা নতুন জামা কিনে আন, ছেলে খুশি মনে বেড়িয়ে গেল। সন্ধ্যা বেলা সে একটি শাড়ি নিয়ে ফিরে এলো,,,,,,,,
মা অবাক হয়ে বলল,,,,,, একি করেছিস বাবা!!!
ছেলেঃ আমি পুরাতন জামা পরলে চলবে, কিন্তু তুমি ছেড়া শাড়ি পরলে চলবে না, মা তুমি আমার জান্নাত,আমি কি করে তোমার পরনে ছেড়া শাড়ি দেখতে পারি?
এরুপ সন্তানের উপর মা কি রকম খুশি হতে পারে? একটু ভেবে দেখুন তো,,,
জেনে রাখুন, মা বাবাকে খুশি করতে দামি কোন জিনিসের প্রয়োজন হয়না, nতারা অল্পতেই অনেক খুশি হয়, তাই আসুন
আমরা যে অবস্থায় থাকিনা কেন,সবসময় মা বাবার প্রতি খেয়াল রাখি,এবং শ্রদ্ধা, ভালোবাসা ও মাঝে মাঝে ছোট ছোট
উপহার দিয়ে তাদের খুশি রাখি।
আল্লাহ তা'য়ালা আমাদের প্রত্যেককেই বাবা মার খেদমত করে জান্নাতের পথ প্রসস্থ করার তাওফিক দিন।
আমিন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯