দেশের সৌন্দর্য নিজ চোখে উপভোগ করতে চান না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর।। কিন্তু যাতায়াতেরর সমস্যা এবং পরিচিত না থাকার কারনে অনেকের আগ্রহ থাকার পরও যেতে পারে না।। তাই সকল বন্ধুদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের কিছু দর্শনিয় স্থানের পরিচিতি এবং যাতায়াত ব্যবস্থা এবং প্রবেশ মূল্য ইত্যাদি।।।
প্রথম পর্ব :::
লালবাগ দূর্গ
স্থানঃ লালবাগ, ঢাকা।
পরিচিতিঃ
লালবাগ কেল্লার নির্মাণকাজ শুরু হয় ১৬৭৮ সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণকাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন। তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর তাজমহল তৈরির জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত সম্রাট শাহ জাহানের নাতি। আজম শাহ দিল্লি চলে যাওয়ার পর তৎকালীন নবাব শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার অসমাপ্ত কাজ আবার শুরু করেন।
লালবাগ কেল্লার সময়সূচীঃ
লালবাগ কেল্লার সময়সূচী বছরে ২ বার পরিবর্তন করা হয়।
- এপ্রিল থেকে সেপ্টেম্বরঃ
বৃহস্পতি থেকে শনিবারঃ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত বিরতি)।
শুক্রবারঃ সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ এবং দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সোমবারঃ দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৬টা।
- অক্টোবর থেকে মার্চঃ
বৃহস্পতি থেকে শনিবারঃ সকাল ৯টা থেকে বিকাল ৫টা (দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত বিরতি)
শুক্রবারঃ সকাল ৯টা থেকে দুপুর ১২ ৩০ এবং দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সোমবারঃ দুপুর ১টা ৩০ থেকে বিকাল ৫টা
কিভাবে আসবেন?
- শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে থেকে রিক্সা নিয়ে সরাসরি কেল্লার সামনে চলে আসা যাবে। ভাড়া নিবে ৪০ টাকা।
-নিজস্ব গাড়ি নিয়ে আসলে বুয়েটের বাজার পর্যন্ত এসে কাউকে জিজ্ঞেস করলেই কেল্লা অভিমুখের রাস্তা দেখিয়ে দিবে।
টিকিটের মূল্যঃ
- বাংলাদেশীদের জন্যঃ ১০ টাকা।
- বিদেশিদের জন্যঃ ১০০ টাকা