এই আঙুল পোড়ানো ছাইদিনে, নখের অথর্ব মহাকালে
গোলাপ যেভাবে চেয়ে আছে, সেইভাবে,একটা ভাবনা
পাপড়ি ছড়াচ্ছে, সেই ব্যথা টের পাচ্ছি সমস্থ আঙুলে,
কেন? আমার এতোযে প্রত্যঙ্গ রয়েছে,এতো প্রসঙ্গ বেড়াচ্ছি
কাঁধে নিয়ে-কোনখানে নয়-কেবল আঙুলে এমনটা ঘটে
যাচ্ছে, বীভ্তস্যভাবে ঘটে যাচ্ছে, অতর্কিত হামলার মতো;
এই হেতু মনে করা ভালো কী এমন তবে ছঁয়েছি আঙুলে,
কী ব্যাপার ঘটেছিলো ফুলে ও আঙুলে, দুই জনের ইশারা
একক বিন্দুতে মিলেছিলো কিনা, দুই বিপরীত লিঙ্গীয় প্রানের
মৈথুন কতোটা দীর্ঘতম সন্তুষ্টির সেতু এবং সম্ভাবনার জল
ছড়িয়ে ছিটিয়ে হাঁটুর প্রশান্তি, কোমরের দেনা, আঙুলের
ব্যবহার স্পষ্ট করেছিলো, সেই কথা মনে তুলে রাখা শ্রেয়!