তেলাপোকা-১ যখন তেলাপোকা-৪ এর প্রণয়িনী-
তেলাপোকা ৪ঃ (ফোনটা রিসিভ করেই) হ্যালো, কে বলছেন।
তেলাপোকা ৩ঃ নাম বললে চেনার কথা নাহ। ও হয়তো আপনাকে আমার সম্পর্কে কিছুই বলে নি।
তেলাপোকা ৪ঃ নাম কি আপনার?
তেলাপোকা ৩ঃ নামটা ওকেই জিগ্যেস করে নিয়েন পরে। আশা করি এতো দিনের ভালোবাসার কথা ও এখনও ভুলে নি।
তেলাপোকা ৪ঃ ওহ, চিনতে পেরেছি। হ্যাঁ, ও আমাকে বলেছে আপনার কথা। খুব ভালো বন্ধু ছিলেন আপনারা।
তেলাপোকা ৩ঃ বন্ধু!! ও আপনাকে তাই বলেছে?
তেলাপোকা ৪ঃ কেনো? আর কি বলবে?
তেলাপোকা ৩ঃ আপনাদের সম্পর্ক হয়েছে কতদিন হবে?
তেলাপোকা ৪ঃ বছর খানেক।
তেলাপোকা ৩ঃ এই এক বছরে হয়তো আপনি ততবার ওর হাতও ধরেন নি, যতবার আমি ওর গালে চুমু খেয়েছি।
তেলাপোকা-১ যখন তেলাপোকা-৩ এর প্রণয়িনী-
তেলাপোকা ২ঃ কেমন আছেন ভাইয়া?
তেলাপোকা ৩ঃ কে বলছেন?
তেলাপোকা ২ঃ কিছুক্ষন কথা বললেই চিনতে পারবেন। আগে বলুন ও কেমন আছে?
তেলাপোকা ৩ঃ জী, ও ভালো আছে। আপনাকে চিনতে পারছি নাহ।
তেলাপোকা ২ঃ আমি ভেবেছিলাম ও হয়তো আপনার কাছে কিছু লুকোবে নাহ।
তেলাপোকা ৩ঃ এক্সকিউজ মি, কাম টু দা পয়েন্ট। হু দা হেল আর ইউ?
তেলাপোকা ২ঃ 'আমি কে', আপনি যদি এটাই না জানেন তবে ওর সাথে থাকার কোন অধিকার আপনার নেই।
তেলাপোকা ৩ঃ ওহ, আই থিঙ্ক আমি একটু একটু মনে করতে পারছি। ইফ আই'ম নট রং, আপনি ওর বেষ্ট ফ্রেন্ড ছিলেন।
তেলাপোকা ২ঃ হা হা হা, কিছু মনে না করলে একটা কথা জিগ্যেস করি?
তেলাপোকা ৩ঃ অবশ্যই।
তেলাপোকা ২ঃ আজ পর্যন্ত কতবার ওর গালে চুমু খেয়েছেন?
তেলাপোকা ৩ঃ হঠাৎ এই প্রশ্ন!
তেলাপোকা ২ঃ আমার মনে হয় না আমি ওকে নিয়ে যতবার বেডে গিয়েছি তার চেয়ে আপনার চুমুর সংখ্যাটা বেশী হবে।
তেলাপোকা-১ চেঁচিয়ে বলে আমি সেকেন্ড হ্যান্ড নাহ।