যে সন্ধ্যেবেলায় তোমার হাত ছেড়ে যেতে দিতো না আমায়
সে সন্ধ্যেরা তোমার সিঁদুরকে অভিযোগ করলে সে জানালো
তুমি ভাব আমি পর, আপন তোমার ছোট্টঘর !
সব জানালাই বদ্ধ তাতে
আজকাল জানো আমারো অন্য কেউ ভারী আপন
তোমারো কি বলো ভাল লাগে মিথ্যে সুখ যাপন?
কদম, গোলাপ আজকাল মেকি
ভেলবেট চাদর মনের দামে মিলছে নাকি!
আমিও এখন ব্যস্ত যুবক
দুপয়সায় মিলে তোমার মত শত আত্মহনন
হতচ্ছাড়া এ শহরে চলছি নিরন্তর
কাগজের দামে পাল্টাচ্ছে কে পর আর কে আপন
তোমারো কি বলো ভাল লাগে মিথ্যে সুখ যাপন?
Picture: A Warm Day Painting by Nitin Singh
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪