শেষ কবে হেসেছিলে
দেখেছিলে স্বপ্ন
টুকরো টুকরো জমা করেছিলে কিছু মেঘ
মনে পড়ে?
রাঙ্গাচুড়ি পড়া সেই হাত
আলতো হাসি, চুলে মুক্ত বাতাস
এখনো কি তার হাতটা ধরে
ভালবাসতে ইচ্ছে করে?
ভোরের কুয়াশার ভেতর এক কাপ চা
ধোঁয়া উড়ানো নিকোটিনের ছাইগুলো দেখতে দেখতে
বালিকার বারান্দার সামনের বরই গাছটা
কি করে যেন এখন খুউব দূরে!
শেষ কবে খুন করেছিলে নিজের ইচ্ছা
বাক্সবন্দি ছেঁড়াপাতাভরা কবিতার লাইন...
কাফনের ভেতর জমানো স্মৃতি
এখনো কানে ফিসফিস গুঞ্জন তুলে?
আমার গল্প আর এগোয় না
যেমন এগোয় না জীবন
চাকাগুলো মন্থর, মৃত প্রেয়সী, থমকে গেছে কবিতা
তবুও আমার বিচরণ।
লিখতে জানি না। ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন আশা করছি
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯