তুমি আছ তুমি থাকবেই
তোমাকে রেখেছি বুকে জন্ম হতে জন্মান্তরে !
আজো তুমি গেয়ে যাও গান
কর্মহীন পূর্ণ অবসাদে হৃদয় অন্তরালে।
বিশ্বরূপ এ খেলাঘরে,
হাজার মৃত্যু পেরিয়ে
আজো আছি তোমায় না পাওায়ার অন্তহীন জ্বালা নিয়ে
তোমায় পাওয়ার সাধ্য কি আছে এ জনমে?
রয়েছ তুমি আজো বহু মানবের হৃদয় পটে।
শত শত ঝরা বকুলের কান্না ধুয়ে নিতে,
বয়ে গেছে ঝর্না পাহাড়ের কোল ঘেঁষে
হাজার হাজার নক্ষত্রপুঞ্জের বিষাদ মুছে দিতে
আকাশ হয়েছে নীল বিষাদের রঙে,
তবু তুমি রয়ে গেলে আমার !
চিরদিনের তুমি হয়ে।
..........................................................................................................................
উৎসর্গ :- কবি আল মাহমুদ।
কবির ৭৯তম জন্মদিনে আমার ছোট উপহার।
.........................................................................................................................
কবিতা সম্পর্কে সকলের যে কোন ধরণের আলোচনা কামনা করছি।
সকলকে মাহে রমজানের শুভেচ্ছা!!