এই গাছটা অনেক কিছু খায়।
আমার গল্প, কবিতা, কাজের আইডিয়া
সব খায়। আর একটু একটু করে বড় হয়।
আমি রোজ জল দেই
মাঝে মাঝে কিছু শুকনো চা পাতা দেই।
আর সপ্তাহে দুইদিন বারান্দায় নিয়ে রোদ খাওয়াই
আদর করি।
গাছটা বড় হচ্ছে আমাদের রুমের
কার্বণ ডাই অক্সাইড নিয়েও।
নামেই শুধু মানিপ্ল্যান্ট গাছ
গাছে সবুজ পাতা আছে
কিন্তু টাকা নাই।
আসলে টাকার বদলে
আর কিছুদিন পর গাছের পাতাই ভালো হবে।
সবার কাছে ছোট্ট করে একটা মানিপ্ল্যান্ট গাছ,
বড় গাছ তো সব কেটে ফেলছো তোমরা।
তাই মানিপ্ল্যান্ট তখন মানিপ্ল্যান্টই হবে।
তাই গাছটাকে আদর করি,
কারণ এই গাছটা সব খায়।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬