আমাদের এই শহরটা খুবই আজব
প্রতিদিন কেউ হাঁড়ায়, কেউ নিজেকে
এই শহরের বুকে খোদাই করে
ঘাম অথবা নিষ্প্রাণ চোখে!
রাস্তার ছুটে যাওয়া বাসের ধুলোয়
কতিপয় স্বঘোষিত কবির দলতাদের কবিতা ধরার জাল ফেলে
কবিতা খুঁজতে খুঁজতেএকসময়
মেঘ হয়ে যায়, কালো মেঘ।
তোমরা যারা শহর জুড়ে ছড়িয়ে থাকা
বাক্সে মোচাকের মত বাসা বেঁধে আছো,
ভালোবাসার দিব্যি কেটে বলছি
তোমাদের ভালোবাসার কেউ নেই।
ভালোবাসা তোমাদের জন্য তোলা থাক
তোমরা থাকবে তোমাদের মতই,
দুধভাত শুধু তোমাদের আর আমরা
শুধু পাথর চিনুতে বাধ্য।
মানুষ হতে এসেছিলাম এই শহরে।
আর মানুষ থাকলামনা, হয়ে গেলাম বনমানুষ,
গৌতম বুদ্ধ! রক্ষা কর!