কিছু লোক ঈশ্বরকে খুঁজতে খুঁজতে
হা-পিত্যেশ করে থেমে গেল আর খুজলনা।
আমরা সব বোকা শিশুর দল এদিক ওদিক তাকিয়ে
বোঝার চেষ্টা করলাম ঈশ্বর কি নারী না পুরুষ!
ততক্ষণে বেলা শেষ, যে যার বাড়িতে পড়া শুরু করে দিলাম
জাগতিক ধারাপাত আর বর্ণমালা, ঈশ্বর আর খোঁজা হয়ে উঠলনা।
বছর চোদ্দ পরে আমি আর সেই বোকা শিশু থাকলামনা
কিন্তু আবার আমার ঈশ্বর খোঁজা শুরু হয়ে গেলো।
কোথাও আমি ঈশ্বর খুঁজে না পেয়ে যখন পাগল পারা
আমি দেখলাম ঈশ্বর আমার সামনে বসে।
আমার মায়ের মাঝে। তারপর থেকে সব মানুষের মাঝেই
ঈশ্বর দেখি।
বিশ্বাস কর আমি তোমার চোখেও ঈশ্বর দেখি,
মানব-মানবী কোন কিছুনা,
আমি দেখি প্রাণের সঞ্চারনা আর
নানান ভাবে, নানান রকমে ঈশ্বরের রুপ!