ঈশ্বরের ধর্মশালায় রোজ রাতে
ফিরে আসে কিছু মানুষ, যারা না-ফেরাদের দলের হতে চায়।
তাদের কথার প্রতিধ্বনি উড়ে ফিরে অন্যের স্বপ্নের মাঝে
আর শুধু হাতে তালি দিয়ে বলে, “বা! বেশতো!
আরো কিছু মানুষ ক্লান্ত দেহ আর বিষন্ন মনে
চলে আসে এখানেই, তাদের স্বপ্ন বিক্রির পরে।
তাদের স্বপ্ন তখন হয় প্রতিধ্বনি, রাস্তায় রাস্তায়
কলম বেয়ে নেমে আসে তাদের দীর্ঘশ্বাস।
তাই ঈশ্বর তার ধর্মশালায় খুঁজে বেড়ান
কিছু সুখী মানুষ, কিছু হাসিমুখ।
অনেক খোজার পর কাউকে না পেয়ে, হাসিমুখ না দেখেই
উনি ঘুমিয়ে যান শিশুর মত তারই ধর্মশালার বারান্দায়।