কত বৃহস্পতিবার পার হয়ে যায়
তাপরেও তোর সাথে দেখা হয়না।
কাকফাটা রোদে, রাস্তার পিচ মাড়িয়ে
তবুও দাঁড়িয়ে থাকি বাসঘরের সামনে,
যদি তোকে দেখতে পাই- একবার,
তারপরে আরও বহুবার।
বরফ কামড়ে ধরে আমি জমে যাই
সবকিছু হয়ে যায় কুয়াশা ভেজা।
এই শহরটা হয়ে যায় একটা হীম ঘর,
আর চারপাশের লোকেরা হয় ঐ হীমঘরের ডোম।
আমি শীতল লাশ হয়ে চোখ মেলে চেয়ে থাকি,
যদি দেখতে পাই তোকে - একবার,
তারপরে আরও বহুবার।
কখনওবা পুড়তে থাকি
ঘরের ভেতর নেটের বাক্সে।
জানালায় লটকে রাখি আমার
চকচকে দূরবীন চোখ,
তারপরেও আসিসনা তুই।
কারণ তো একটাই, আমি যে তোকে দেখতে চাই একবার,
আর তার ছলে বারবার, বহুবার।