১। একবার বাড়ির কাছের জামাত ধরতে না পারায় সাইকেলে চড়ে তিন গ্রাম ঘুরে অবশেষে ঈদের নামাজ আদায় করেছিলাম । আর আজ নামাজ'ই পড়তে গেলাম না ।
২। ঈদের দিন বাবা-মায়ের পায়ে হাত দিয়ে ছালাম করাটা অতি ভক্তি ও সম্মানের কাজ হলেও আমি কখনো এই কাজটা করতে পারিনি লজ্জায় । আর আজ বাবা-মা'ই নেই আমার ।
৩। মনের ভেতরে খুশী না থাকলে শুধু শুধু ঈদকে ধরে এনে লাভ নেই । বেঁচে থাকাটাই আজ সব চেয়ে বড় ঈদ ।
৪। আমি বা আমরা ভাল আছি - এ কথা বলতে পারছি না, কারণ আজও সারা পৃথিবীতে অনেক মানুষ মারা যাবে ।
৫। কোন ব্যক্তি, সংস্থা বা সরকারের সাহায্য নিয়ে বড় জোর কোন রকমে দিন পার করা যায়; তা দিয়ে ঈদের আনন্দ করা যায় না ।
৬। মাসের পর মাস ঘরে বসে থেকে কোন যৌগ্যতাই কাজে আসেনা । করোনা আমাদের সবাইকে অযোগ্য করে তুলেছে ।
৭। ঈদের দিন কারো সমালোচনা নয়, তবে আলোচনা করা যায় - দেশে গুরুত্বপূর্ণ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না ।
৮। বাতাসের বেগ দেখে মেঘ চেনা গেলেও মানুষ দেখে আমরা করোনা চিনতে পারছি না । তাই মানুষ থেকে আপাতত আমাদের দূরে থাকা জরুরী ।
৯। ঈদ আসলেই কেবল চারিদিকে ঈদ মোবারকের হিড়িক পড়ে যায় । ব্লগাররাই শুধুমাত্র তাদের লেখায় মন্তব্য করলে সারা বছরই শুভ কামনা জানায় ।
১০। বছরের ৩৬৫ দিনের আজও একটা দিন । তবে ব্যতিক্রম হলো আজ আমার লেখায় কেউ মন্তব্য না করলেও সকল ব্লগার বন্ধুদের জন্য রইল শুভ কামনা । ঈদ মোবারক ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ দুপুর ২:৩৯