১/
শুধু তোমার না, আমি আর কারোর খবরই রাখি না
কারণ যেদিন অতি বৃষ্টিতে আমার ফুটপাতও ভেসে গেল
সেদিন আমার বুকের উপর দিয়ে যারা নৌকা ভ্রমণে বের হয়েছিল
তারা এখন প্রায়ই স্পিডবোট নিয়ে বের হয়
আমি ডুব দিয়ে আছি । কিছু শুনিনা । কিছু দেখিও না
২//
অনেকেই জানে -
মেঘ জমে জমে বৃষ্টি হয়, আর
বৃষ্টি জমে জমে হয় জলাধার
কিন্তু ভালোবাসা জমে জমে প্রেম হলেও
একদিন কিছু ঘৃণারও জন্ম হয়
এটা হয়ত অনেকেই জানেনা ।
৩///
"আমি ফকির হবার পর দেশে আকাল ডাকল"
প্রবাদটা পুরানো হলেও
"আমি ব্যবসা শুরু করার পর চায়নার মার্কেট বন্ধ হয়ে গেল"
- এটা নতুন ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮