১/
জানতাম, শীতের আগেই আমি ঝরাপাতা বৃক্ষ হব, কারণ
যে ইতর আর কখনো মানুষ হতে পারেনি
তার কাছে সততা মানে ঘর পোড়া আগুন
অথচ তার মৌচাকে আমি মোটেই ঢিল ছুড়ে মারিনি,
তবু সে মনিবের কাছে গিয়ে নিজেকে ন্যাংটা করে দিল
আর বলল, আমি তোমার মাঝে আরো একবার বিলীন হতে চাই
আমার এক চিলতে আকাশ তারপর বড় হতে হতে
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হয়ে
এখন হৃদয়ে বসবাস
এত বড় আকাশ নিয়ে মাঝে মাঝে আমি সত্যিই হিমশিম খাচ্ছি...
২//
ছুরি, তরবারি, বটি, রাম দা ছাড়াও
যে অনায়াশে কাটাকাটির কাজ চালিয়ে যেতে পারে
সে মানুষ কাটার পর জাতিকেও কাটতে পারে
কুপিয়ে কুপিয়ে...
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫