তুমি বলছো এত সহজে কারো উপর বিশ্বাস হারাতে নেই, কারণ
বিশ্বাস করেই নাকি একদিন ভালােবেসেছিল গাড়িয়াল ভাই, মজু ব্যাপারী,
প্রেমিক শহীদ, ব্যবসায়ী তপন চৌধুরী, শিল্পী সুলেখা...
বলছো, এদের সবার হয়ত সংসার করা হয়নি, কারণ
মোটা তাজা কোন গরু দেখলেই মজুব্যাপারীর চোখ পড়ত তার উপর,
ফেসবুকের ডাগর সব চোখকে উপেক্ষা করতে পারত না প্রেমিক শহীদ,
ব্যবসায়ী তপন চৌধুরীর একটাও রক্ষিতা ছিলনা তিনজন পিএস ছাড়া,
আর শিল্পী সুলেখা, ব্যক্তিগত জীবনের বাইরেও তার একটা কেরিয়ার আছে,
সেটা তো একদিনে তৈরী হয়নি
কত মেধা, শ্রম আর বুদ্ধি খাটিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে তাকে,
শিল্পীকে বিচার করতে হয় তার সৃষ্টি দিয়ে, কাজকে
বাকী থাকে কেবল গাড়ীয়াল ভাই । সে একটা ইতিহাস
তার জন্য হয়ত এখন আর কেউ বসে থাকেনা, কিন্তু
একদিন ছিল, চন্দ্র-সূর্যকে স্বাক্ষী রেখে বিশ্বাস আর ভালবাসার অপেক্ষা
জানো তো, আমার ইতিহাসে যেতে একদম ইচ্ছে করেনা,
খালি পায়ে হাঁটতে গিয়ে আমি তিনবার হোঁচট খেয়েছি
আমার বুড়ো আঙুল এখনো ব্যথায় নড়াতে পারিনা
তবু তোমাকে বিশ্বাস করি, শান্ত দীঘির জলের মতো
কাঠ ফাটা রোদে ঘরে ফেরা এক চিলতে ছায়ার মতো ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩