১//
দু'হাঁটুর চিঁপায় মাথা গুজে পার করছি দুঃসময়...
এখন অন্ধকার, কোথাও কেউ নেই
ভাবছি, আমিও কি হাততালি দিয়েছিলাম কারো ঝড়ের রাতে ?
অথচ একদিন তোমার জন্য জীবন দিতে পারা বন্ধু আমরা
স্বার্থপর হতে হতে সবুজ ঘাসে ইট চাঁপা দিয়ে
কত সহজে হলুদ করেছি তাকে
তারপর মিছরির ছুরি নিয়ে এগিয়ে গিয়ে বলছি -
আহা, একেবারে অকালে ঝরে গেল একটা সবুজ প্রাণ !
আমরা কি দিন দিন সত্যিই অমানুষ হয়ে যাচ্ছি ?
২//
আমার বুকের ভেতর একটা ছাইদানি আছে,
তুমি সেখানে খড়ের আগুন দিলেও
মুহূর্তে তা কাঠ কয়লা হয়ে যায়
তখন সিগারেট ধরানোর জন্য কেউ কেউ অপেক্ষা করে...
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১