আমাদের অতীতগুলো ছিল সব সাদাকালো,
ভোর হওয়ার আগে ঘুম ভাঙ্গত পাখির ডাকে
নির্মল সকালের পর দূরন্ত দুপুর, তারপর
সবুজ বিকেল পেরিয়ে নির্ভয় রাত;
মায়ের আদর, বাবার দৃষ্টি, স্কুলের করিডোর
- সব ছিল সাদাকালো
তবু হঠাৎ দু-একটা প্রজাপতি চোখের সামনে দিয়ে উড়ে গেলে
মাঝে মাঝে তাদেরকে রঙিন মনে হত । তখন
রেবেকা বলতে বুঝতাম একটা মেয়ের সুন্দর মুখ
এবং নদী বলতে মাথাভাঙ্গার স্বচ্ছ জলকে,
যেখানে ইচ্ছে করলেই সাতার কাটা যেত
এপার-ওপার
এভাবেই একদিন বন্যার জলে পাড়-ভাঙ্গা আমি
ভাসতে ভাসতে কখন যে কুল-কিনারাহীন !
আজ যুগের হাটে বিক্রি হয়ে ক্লান্ত আমি,
রাত হলে এখনো ইচ্ছে হয় হারিকেন জ্বেলে পড়তে বসি
রঙিন সব বাতিগুলোকে নিভিয়ে দিয়ে
এখনো মা কি আমার বসে আছে খাবার নিয়ে ?
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯