দরজার ওপাশে কেউ নেই । অন্ধকার,
তবু বসে আছি চুপচাপ, কারন
ত্রিশ ঘন্টা পর দেখব এক অনন্য ভরা-পূর্ণিমার রাত !
বাড়ির পিছনে বাঁশ আর কাঁঠাল বাগান পেরিয়ে
ফসলের মাঠ; তারপর মাথাভাঙ্গা নদী
আজ জলের উপর ফুটবে জ্যোৎস্নার ফুল, অপরূপ
কিশোরী রূপা তখনো শাড়ি পরা শিখেনি
আমারও নেই কোন হলুদ পাঞ্জাবি, তবু
আমরা উড়তে যাচ্ছি মেঘ-ভাঙ্গা আকাশে,
ত্রিশ ঘন্টা অপেক্ষার পর আমাদের ভরা পূর্ণিমা
হঠাৎ মন খারাপের মেঘে ঢেকে দিল চাঁদকে
সেদিন আমরা কেউ'ই মাটির উপর শরীর পেতে
জ্যোৎস্নার ফুলে হিমু হতে পারিনি ।
হয়ত কেউ'ই কোনদিন হিমু হতে পারেনা,
হিমুরা আসে হিমালয়ে আরহণ করে শত বছরে
রূপার নীল শাড়িও যাকে বেঁধে রাখতে পারেনা ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩