যে মানুষ কোন ধর্মালয়েই যায় না, তার কাছে
মসজিদ কিংবা মন্দির উচ্ছেদে কিছু যায়-আসেনা ।
কথাটা এ পর্যন্ত ঠিক থাকলে
প্রায় পাঁচ'শ বছর পূর্বের একটা স্থাপত্য মানে
তার কাছে শুধু এটা একটা ঐতিহাসিক কীর্তি অথবা কলা,
যা দেখে কিছু সময়ের জন্য হয়ত ইতিহাসে ফেরা যায়,
হাতুড়ি, শাবল দিয়ে ভেংগে গুড়িয়ে দেওয়া যায় না ।
কিন্তু এখন নাস্তিক হওয়াটাও এত সহজ নয়
তাই, প্রধান বিচারপতি যখন ইতিহাসকে ঝান্ডা মেরে
অমূল্য এই স্থাপত্যটিকে ভেংগে ওখানে রাম মন্দির
নির্মাণের নির্দেশনা দেয়, তখন স্বাভাবিক ভাবেই
রামভক্ত উগ্র ধর্মব্যবসায়ীরা আনন্দে বগল বাজায়...
আর দূর্বল বাবরি মসজিদ-প্রেমিরা উপরওয়ালার
কাছে দু'হাত তুলে প্রার্থনা করে, বিচার জানায়...
এ অবস্থায় একজন প্রকৃত নাস্তিকের অনুভূতি কি ?
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬