১//
যে মা নির্ঘুম রাত কাটায় তসবি-তেলাওতে,
দূর থেকে তার সন্তানও তা বুঝতে পারে
মায়ের পাশে না থেকে
তখন 'বুলবুল'-এ ক্ষতিসাধন কম হয় উপকুলে ।
২//
খাওয়ার তেল বলতে আগে বাজারে
সাধারনতঃ সরিষার তেলই বেশি পাওয়া যেত,
এখন হরেক রকম তেলের পাশাপাশি
এক ধরণের বলদ-তেলের কথাও শুনি
যা দেখতে অনেকটা নাকি বান্দরের মত ।
৩//
কারো কাছে নিছক শান্তনা হলে কথাটা সত্য যে
চরিত্র বলতে শুধু চামড়া ও অন্তর্বাসকে বোঝায় না
মেধা, মনন এবং পরিশ্রমেরও একটা মূল্য আছে
এ জন্য কারো আপত্তিকর ছবি, ভিডিও হাতে পেলেই
সেটিকে ভাইরাল করে দেওয়া ঠিক না ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬