হতাশা মানে কি এখনো চোখের জলে নাকের জলে এক করা ?
নাকি বুক ভেসে যাওয়া কিছু কাঠ ও খড়
পুড়তে পুড়তে একদিন হিরে চুন্নি পান্না...
পৃথিবীটা কমলালেবু হতে হতে এই বাংলায় এসে
মনে হয় একেবারে হাটুভাঙ্গা 'দ' । তাই
আমাদের জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত সিনেমার নাম 'ভাত দে'
আমরা গোলাপিকে ট্রেনে উঠিয়ে দিব্যি হাততালি দিয়ে বলি -
আহা, কী চমৎকার জীবনঘনিষ্ঠ সিনেমা !
কেন গোলাপিকে প্রতিষ্ঠিত করতে পারিনা ?
আমাদের বানভাসি, হাড় জিরজিরে, মঙ্গা নিয়ে
যত সভা-সেমিনার-কর্মশালা
তার সবই আবেগ মাখিয়ে দারিদ্রতাকে বিক্রি করা...
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮