১//
কথা ছিল তুমি একটা মানচিত্র এনে দিবে,
সম্মুখযুদ্ধে অথবা গেরিলাযুদ্ধে অংশগ্রহণ করে
একদিন ছিনিয়ে আনবে বিজয় ।
- এই ভেবে
সংগীতাও তার সবকটা জানালা খুলে দিয়ে
অপেক্ষা করছিল...
অনেকেই ফিরে আসেনি,
তুমি এসেছিলে ।
এখন আটচল্লিশ বছর পর
তুমি নিজেই রাষ্ট্রহীন হলে
স্বভাবতই তোমার লাশ বেওয়ারিশ ।
- এতে সংগীতারও কিছু করার নেই
একজন বিশ্বজননী সেটা ভাল করেই জানে ।
২//
অন্ধকারের ভেতরই কেবল আগুন তার আসল রূপ পায়,
অথচ অমাবস্যা আমরা কেউ'ই পছন্দ করিনা
আর আগুনে আমাদের বড্ড ভয় !
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০