ছেলেটি কবি, সাহিত্যিক বা গল্পকার বলতে যা বোঝায়
তার কিছুই না; তবে সে জানে
অন্যদের চেয়ে সে মোটেই খারাপ লিখে না,
তাই সে সময় পেলে লিখে আর ফেসবুকে পোষ্ট করে
যদিও তাতে কোন লাইক, কমেন্ট বা শেয়ার কিছুই নাই
তবু সে লিখে, লিখে লিখে ফেসবুকে পোষ্ট দেয়...
মাঝে মাঝে তারও যে ইচ্ছে হয় না
হয়
কেউ তার লেখা পড়ুক, পড়ে লাইক দিক, কমেন্ট করুক,
শেয়ার না হয় নাই'ই করল,
কিন্তু তার বেলায় যেন ওসব কিছু হতে নেই !
একদিন মিরপুরে হাঁটতে হাঁটতে ফুটপাথের পাশে একটা দোকানে
প্লাস্টিকের ড্রাম, বয়াম, কাঁচের বোতলের সাথে একটা পুরানো
মদের বোতলও পেল সে
এবং সেটিকে বাসায় এনে পরিষ্কার করে ধুয়ে তাতে কোকাকোলা ভরে
বন্ধুকে দিয়ে ছবি উঠিয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে উপরে লিখল -
"মদ খাবিনা তো মানুষ হবি না" ।
মাত্র এক ঘন্টায় পাঁচ'শ কমেন্ট, তিন হাজার লাইক এবং দু'শ পচাশি শেয়ার;
তারপর থেকে সে ভাইরাল...
এখন ছেলেটি লেখালেখি বাদ দিয়ে টিকটক বানায়
তাহেরীর ওয়াজ শোনে আর ওড়না ছাড়া মেয়েদের ছবি উঠায়...
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০