১//
বেশ তো, গায়ে জড়িয়েছ নীল চাদর
তাতে লেখা, উইন্টার কামিং...
আর আমি বসে আছি পাতা ঝরার অপেক্ষায়
অথচ সারা শহর জুড়ে যেন কোথাও কোন সবুজ নাই
আমাদের লালবাতি-নীলবাতি ইচ্ছে গুলো
মটরবাইকের বাতাসে উড়ছে, ভাসছে
তারপর দূরে কোথায় যেন হারিয়ে যাচ্ছে...
তোমার নীল আবার মেঘলা-আকাশ হয়ে যাবে নাতো ?
আমার শুকনো পাতারা তাহলে বর্ষার জলে হাবুডুবু...
২//
এখনো নারীবাদি তুমি;
সেজানের আপেল দেখলে
যে ছেলের দিকশূন্য হয় পৃথিবী
তাকে অনায়াশেই বলতে পারো -
ও একটা নর্দমার কীট, দূর্গন্ধ
অথচ তিন কুয়োর জল খেয়ে
এই আমি সিদ্ধ পুরুষ
তপবনে;
তোমাকে আলতো করে ছুঁয়ে দিলেই
এক লাফে একেবারে ঝাপিয়ে পড়ো বুকে !
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪