১//
কাকটি উড়ে যাবার পর তালটি পড়ে গেল ।
- এটা অনেকটা বোকার মত ভাবনা; তবে
বাতাসে কান পাতলে যদি গাছটির নড়াচড়ার শব্দ পাওয়া যায়
তাহলে বুঝতে হবে তালটি পড়ায় গাছেরও কিছু ভুমিকা ছিল
যতই বলো তাল তো গাছেরই সন্তান কিংবা
গাছকে কেউ ঠেলা দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি...
২//
শিকারী
মৌচাকে ঢিল ছুড়লেই যদি মধু পাওয়া যায়
তবে কেন জানোনা, মৌমাছি তোমাকে না কামড়ালেও
আমাকে যে কামড়ায় ?
এখন মৌচাক ছাড়া যত পারো মধু খাও...
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:০২