১//
তার চেয়েও বড় কথা, কেউ কেউ বলছে -
একটু একটু নাকি শীতও পড়ছে...
আর ভেজা আঙুলে গাল ছোঁয়াতেই তুমি বলছ -
এই ঠান্ডা লাগছে তো, হাত সরাও
অথচ আমার রাজ্যে ঠান্ডা বলে কিছু নেই
পনের বছর হাই টেমপারেচার গরমের পর
আমার পদ্মা-মেঘনা-যমুনা এখনো আগ্নেগিরি
মনে রেখ মেয়ে
আমার পৌষ মানে হাড় কাঁপানো শীতে
বুকের বোতাম খুলে হাওয়া নেওয়া...
২//
রোদ হলো বাংলার ডাল-ভাত,
সামর্থ থাকলেও খেতে হয়, না থাকলেও;
তাহলে
পর পর তিনদিন বৃষ্টি কি কোরবানীর মাংস ?
এত অরুচি কেন মেয়ে তোমার ?
স্লিম ফিগার কিংবা জিরো ফিগার দরকার নাই
আমার শুধু একজন উত্তরাধিকার চাই ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮