সাতচল্লিশ-এ যা ছিল দেশভাগ, উঠাউঠি; পরে তা'ই
রূপ নিয়েছিল দাঙ্গায়, মারামারি, কাটাকাটিতে;
তবু রক্তের হোলিখেলায় আজও পূর্ণতা পায় না ধর্ম
লক্ষ-কোটি অনুপ্রবেশকারী চিবিয়ে খায় ভারতপিতা;
বুকের উপর বাইশ মণ পাথর চাপিয়ে বলে,
এখনি ফিরিয়ে নাও ওদের, নয় তো
কুকুরের মত পাঠিয়ে দেব কাঁটাতারে
চোখের জলে প্রায়শ্চিত্ত্ব করি চট্রগ্রাম বন্দর, মংলা বন্দর
হারিয়ে যায় ফেনী নদীর জল, গ্যাস সিলিন্ডার...
তবু তিস্তার বুকে বেড়ে চলে জলের হাহাকার
বিশ্ব জননী স্বাগত জানায় দশ লক্ষ রোহিঙ্গাকে
এখনো হাজার কোটি টাকার সন্ধান মিলে
অনুপ্রবেশকারীর তকমা দিলে...
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬