১//
মেঘের কোন পোশাক নেই, কোনদিন ছিলও না
কিন্তু তারও একটা লজ্জা ছিল এতদিন,
এতটা বেশরম সে ছিল না আগে
আজ চতুর্থ দিনে এসেও, দ্যাখ
কীভাবে নষ্ট করছে বাংলার ফসলকে
কে বলে এখন কার্তিক মাস ?
২//
বেকার ছেলের প্রেম হলো নুন ছাড়া তরকারী
তার উপর বাবা যদি হয় হিসেবি,
চুরি করে আর কতদিন পকেট তাজা ?
আজকালকার প্রেমিকারা হাত ধরলেই
চল যাই, হোটেল না হয় ক্যাফেটেরিয়া ।
৩//
তবু বৃষ্টির জন্য কেউ কেউ অপেক্ষা করে
দু'চোখে কাজল পরে গ্লাসকাট হাসিতে
দুরে, লং ড্রাইভে একটু শরীর ভেজাতে
নির্জন কোন নদীর ধারে নদী হয়ে যেতে
যাদের আষাঢ় শ্রাবণ ফাল্গুন চৈত্র পার হয়
ঝাড়বাতির নিচে দামী কার্পেটৈ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩