সাদা বকের পাখায় সাধারনত কোন কাদা লাগেনা
অথচ তারা কাদার ভেতরে মাছ ধরে
পোকা কেঁচোসহ আরো অনেক কিছু খুঁটে খুঁটে খায়
অগ্রহায়ণ মাসে গমের জমিতে সেচ দেওয়ার সময়
এবং চৈত্র মাসে খাল বিল নদী নালার জল কমে গেলে
কাদা মাড়িয়ে প্রায়ই তারা হেঁটে বেড়ায় মাছ খায়
এরপর প্রচন্ড খরা শেষে যখন আবার বৃষ্টি হয়
তখন খুব অনায়াসেই তারা কাদা পেয়ে যায় মাড়ায়
এভাবে তারা সারা বছরই প্রায় কাদা মাড়িয়ে বেড়ায়
কারো কারো ধারণা এসব সাদা বকের জীবনেও
একদিন কাদা ভেঙ্গে সুখ আসে
কেউ কেউ উপরে উঠার সিঁড়ি পায়
তারপর শানবাঁধা পুকুরে পা ধুয়ে
সোনার পালঙ্কে ঘুমায়
বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব হয়
কিন্তু হাজার হলেও বক তো তাই একবার ব্যবহারের পর
তাকে যখন আবার কাদার ভেতর ছুড়ে ফেলা হয়
তখন রাগে দুঃখে ক্ষোভে ঘৃণায় সে বেসামাল হয়
বুকের ভেতর সুগন্ধি রুমাল রেখে সব সত্য কথা বলতে চায়
এসব শুনে কেউ যেন তাকে আবার বক ধার্মীক ভেবনা
কারণ তার পাখায় কিন্তু কোন কাদা নাই
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮