সময় কি আসলেই চলে যায় ? নাকি
তাকে আমরা পার করে দিই অবহেলায় ?
যদিও চল্লিশ-এর আগে অনেকেরই চোখ থাকে রসগোল্লায়
কেউ কেউ তো হাতে পাওয়ার আগেই তার স্বাদ নিতে চায়
কেউ কেউ আবার টেবিল চাপড়িয়ে দেখায়, এ দেশ শুধু তাকেই চায়
কেউ বিশ্বকে জয় করে ঘুরে আসে ইউরোপ আমেরিকায়
কেউ কেউ আবার রাতের আঁধারে আঙুল ফুলে কলাগাছ হয়
তারপর দু-এ দু-এ চারকে খুব সহজেই আট বানায়
কিন্তু যারা শুধু একটু ভালভাবে বেঁচে থাকার জন্যে
কিছুটা উপরে উঠতে গিয়ে
বার বার হুমড়ি খেয়ে পড়ে কারো পায়ের তলায়,
তারা চল্লিশ পার করে অনেকটা কাদা ও ধোঁয়ায়,
রাত হলে তাদের বুকে প্রচন্ড ব্যথা হয়
আসলে চল্লিশ-এর পর সবাই কমবেশি অসুস্থ্য হয়;
কিন্তু সবাই কি সময়কে পার করে দেয় অবহেলায় ?
চল্লিশ পর তা অবশ্য আস্তে আস্তে বোঝা যায়...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩