আমার অবস্থানকে পদদলিত করার খুব প্রয়োজন ছিল তার
তা না হলে ও নিজেকে কিছুতেই মেলে ধরতে পারছিল না, কারণ
আমি নাকি একাই এক'শটা বোলতা হয়ে ওকে হুল ফুটাচ্ছিলাম
ও চেয়ার থেকে পড়ে যাচ্ছিল বার বার, কখনো শুয়ে পড়ছিল
তারপর একদিন নেড়ি কুকুরের মত হামাগুড়ি দিয়ে
মনিবের পায়ের কাছে গিয়ে কুঁই কুঁই করে বলেছিল - স্যার
ও এখানে একটা নদীর মধ্যে দুটি রেখা টেনে তাকে দু'ভাগ করছে,
ওকে এখনই এখান থেকে সরিয়ে ফেলা দরকার ।
বৃদ্ধ মনিব তখন আমাকে ডেকে দাঁতমুখ খিঁচিয়ে বলেছিল
তুমি ষড়যন্ত্রকারী, তোমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে
আমি দীঘির শান্ত জলের মত বাইরে বেরিয়ে আসলাম
আর তখনই আকাশে একটা ধ্রবতারার পতন হলো !
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮