ইদানিং তুমি আমাকে খুব করে বাঁচিয়ে রাখতে চাও
সবুজ গাছের ফাঁক গলিয়ে মুখের উপর হঠাৎ সূর্যের উত্তাপ এসে পড়লে
তুমি বলো - ঘরে যাও সোনা
সূর্যের উত্তাপ তোমার একদম সহ্য হবে না
অথচ আমার সারা মুখে যখন ছোপ ছোপ ঘাম লেগে থাকত
দু'হাতের উপর দু'টো তারাফুল নাচিয়ে বলতাম, দ্যাখ
এদের আলোতেই আমরা একদিন আকাশ পাড়ি দেব; তখন
তোমার ভাংগা রেডিওতে ভীষণভাবে বেজে উঠত প্রেম সংগীত ।
অসহ্য আমি মাঝে মাঝে ভাবতাম
ভালোবাসা মানে কি শুধু চাল ডাল পিয়াজ রসুনের সাথে তেলের সংমিশ্রণ ?
বুঝতাম না, স্রোতের সাথে লড়াই করে করে নদীও একদিন
কিভাবে বাঁক নেয় মোহনায়, তারপর
স্থিরতা আসে শরীরে, মনে, মননে...
আমরা কি এখন তবে সেই স্থিরতার দিকেই এগুচ্ছি ?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫