কেউ কোথাও কোন আগুন জ্বালেনি
কিংবা পুড়িয়ে ছারখার করে দেয়নি কোন জনপদ
তবু একজন বার্তা দিয়ে বলে গেল -
পুড়ে যাচ্ছে এই শহর, গ্রাম, নদী, বন্দর, খেয়াঘাট...
তারপর সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে এসে দেখল
না না, সব তো আগের মত ঠিকই আছে ।
তাহলে ?
এবার বুকের ভেতর সবার আগুন জ্বলে উঠল;
কে এই ছেলেটি, যে এই মাত্র আগুনের বার্তা দিয়ে গেল ?
ততক্ষণে ছুটে এসেছে দমকল বাহিনী, অগ্নি নির্বাপক মেশিন
জনতা, পুলিশ, সাংবাদিক, ক্যামেরা...
কিন্তু কেউই আগুন না দেখে দেখল শুধু হাহাকার !
এরপর থেকে এক একটা বুক হয়ে উঠেছে এক একটা জনপদ
আর পুড়ে পুড়ে ছারখার হচ্ছে তার মাঠ, ঘাট, শহর, নদী, বন্দর...
এভাবে চোখের জলে আর কতবার নেভানো যায় বুকের আগুন ?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১