সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ কেউ এমনটা দাবী করছে । আসলে এ দাবীর পিছনে যুক্তি কতখানি ? প্রথমতঃ বাংলাদেশে এখন পর্যন্ত যেখানে প্রত্যক্ষভাবে কোথাও কোন ভারত বিরোধী আন্দোলন'ই কারো চোখে পড়েনি, সেখানে এমন দাবী করা কতখানি যুক্তিযুক্ত ? আমরা দেখেছি ক্ষমতার জন্যে একটা পক্ষ বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনারে ভারত বিরোধী জ্বালাময়ী বক্তব্য রাখলেও সেটা একান্তই তাদের রাজনৈতিক কৌশল । ক্ষমতার পালা বদলে সেই পুরানো গল্পই যথেষ্ট - লাও ও কদু একই ।
তাহলে আবরার ফাহাদকে কেন ভারত বিরোধী আন্দলোনের প্রথম শহীদ বলা হচ্ছে ? যে আন্দোলন এখনো শুরুই হয়নি । বলাবাহুল্য, এর পিছনে যথেষ্ট কারণ আছে । সাধারন মানুষ রাজনীতিকে ঘৃণা করলেও বিগত তের বছরে তারা অনেক বেশী রাজনৈতিক সচেতন হয়েছে । আর এটার একশো ভাগ অবদান বর্তমান আওয়ামিলীগ সরকারের । এই তের বছরে সাধারন মানুষকে এত বেশি পরিমান ধোঁকা দেওয়া হয়েছে যে, সরকার হা করলেই তারা বুঝে ফেলে সরকারের কৌশল এবং অপকৌশলগুলো । তাই দেশে দীর্ঘদিন যাবৎ বিরোধী দলের কোন কার্যকর ভূমিকা না থাকায় দেশের আপামোর জনগণই বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে । প্রত্যক্ষভাবে সরকারের বিভিন্ন গণবিরোধী কার্যকলাপে তারা আন্দোলনে না গেলেও তাদের মধ্যে প্রতিনিয়ত ক্ষোভ, হতাশা, ঘৃণা বাড়ছেই ।
শহীদ আবরার ফাহাদের মৃত্যু নিয়ে বিগত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে ফেসবুকে অনেক আবেগঘন লেখা এবং ছবি এসেছে । আমি নিজেও সেসব লেখা পড়ে এবং ছবি দেখে কান্না ধরে রাখতে পারিনি । তাই, ঐ বিষয়ে আমার আর কিছু বলার নেই । আমি শুধু বলতে চাই, আজ আবরার ফাহাদকে যে ভারত বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বলা হচ্ছে, তা খুবই তাৎপর্যপূর্ণ কথা । বর্তমান শাসক দলকে বুঝতে হবে যে, এ ধরণের কথা সাধারনের কাছ থেকে এক দিনে আসেনি । ফেসবুকে সামান্য একটা স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের মত একটা গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে একজন নিরঅপরাধ মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা নজিরবিহীন । একটা স্বাধীন দেশের মানুষ এটা মেনে নিতে পারেনা । কি লিখেছিল আবরার ফাহাদ তার স্ট্যাটাসে ? কোটি কোটি মানুষ তার স্ট্যাটাসটি পড়েছে, সেখানে অত্যন্ত যুক্তিপূর্ণ কয়েটি পয়েন্ট ছিল । ইচ্ছে করলে খুনীরা পাল্টা যুক্তি দিয়ে সেটাকে খন্ডন করতে পারত, কিন্তু তা না করে কার নির্দেশে তাকে নির্মম ভাবে খুন করা হলো ? কাকে খুশী করার জন্যে, প্রভুকে ?
রাত বাড়ার সাথে সাথে অন্ধকার গভীর হচ্ছে । হোক । সকাল আসবেই ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৮