বাইশ বছর চাকরির পর বাবুর্চিকে মালিক জিজ্ঞাসা করলো -
আর কতদিন চাকরি করবে রউফ মিয়া ?
- যে কয়দিন আল্লা করায়
- দেখি, তোর আল্লা আর কতদিন তোরে চাকরি করায়
দুই মাস পর সেই রউফ মিয়া এখন এক মাসের ছুটিতে যাচ্ছে,
হাতে একটা কাপড়ের পুটলি; সম্ভবত্ ওর মধ্যেই এখানকার শেষ সম্বল
কোন বেতন নেই, বোনাস নেই, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড নেই...
তবু যেতে যেতে সে ভাবছে, কেন যে সেদিন বললাম না -
স্যার, আপনি যতদিন চাকরিতে রাখবেন, ততদিন'ই চাকরি করব; কারণ
এখান থেকে সে আরো অনেক কর্মচারীকে এভাবে ছুটিতে যেতে দেখেছে,
এদের অনেকের'ই আর কোন দিন ফিরে আসার সুযোগ হয়নি ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯