তোমার আভিজাত্যের কাছে এখনো আমি নত হই
যখন ওখানে আলোর মত কিছু অধিকারও দেখি
সার্বজনীন ।
ওটাকে আমি বড্ড সম্মান করি,
যা থেকে একদিন তৈরী হয় ভালোবাসার
আমি ভালোবেসে বুক পেতে দিই, অধিকার দিই
আমাকে ইচ্ছে মত খোঁড়া-খুঁড়ির। তুমি খুঁড়তে থাকো
খুঁড়ে খুঁড়ে তেল, গ্যাস, কয়লা, লোহা-লক্কড় বের করে আনো
আর বলতে থাকো, কি করলে রাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব
এবং পাখির ডাকে আমার সকাল হবে...
এভাবে আমার বুকে তৈরী হয় নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু...
ইদানিং কেন যেন মনে হয়, এই বুকটা বুঝি আর আমার নাই
কথা বলার আগেই মুখটা কেউ যেন চেঁপে ধরে আছে,
চারদিকে সবাই আগুন আগুন বলে চিৎকার করছে; অথচ
কেউ'ই আগুনের কাছে যেতে পারছে না, আগুন নেভাতেও পারছে না
আর তুমি বার বার নিরোকে আমন্ত্রণ জানাতেই আছো বাঁশি বাজাতে...
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫