১.
প্রয়োজন শেষ হলেও তার গোলা ভরা ধান
দুই মৌসুমে পাঁচ শো বছরের খোরাক ।
এখন খাবি কত, খা...
কাকেরও তো ময়লা ঘেঁটে ঘেঁটে পার হয় জীবন
তবু, পথিক নাক চেঁপে ধরে হয় রাস্তা পার
আহা, কত উপোস দিন ছিল তার ! ভাত ছিটিয়েছিল,
পেয়ে গেছে পোলাও, মাংস, কাবাব...
এখন সে শুধু গৃহপালীত, এর বেশি কিছুনা
কারণ, আকাশ বার্তা দেয় শকুনের উড়াল ডানায়...
২.
তোর কথা বিশ্বাস করে
মুড়ি ভাজতে গিয়ে হয়ে গেছে চালভাজা,
অথচ তোর বুকের ভেতর চলছে চিড়েভাজা...
এত চিড়ে দিয়ে তুই কি করবি, বলতে পারিস ?
সেদিন ফূড ভিলেজের এক দোকানিও বলছিল-
খবরদার, দই কিনবেন না স্যার
ওগুলো তো দই না, গাছের আঠা
তোকে বিশ্বাস করে আমাদের প্রেমের নদীতেও এখন ভাটা...
৩.
মাছ শিকার শেষে পানকোড়িরা রোদ পোহায়...
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১