ইচ্ছে করলেও যেখান থেকে বের হয়ে আসা যায় না
কারণ, মগজের মধ্যে যার বসতঘর, জানালা-দরজাহীন, আবদ্ধ;
অথচ আমরা জানি, বাইরে অনেকেই অপেক্ষা করছে; কিন্তু
ধরতে গেলেই কাঁচভাঙ্গা হাত, ঝর ঝর রক্ত, শরীর ভিজে একশা
তাহলে এখান থেকে বের হওয়ার উপায় ?
সব নদীও যখন হয়ে গেছে নর্দমার জল; সেখানে
হাঁসের গলায়ও কেউ বেঁধে দিয়েছে ধারালো ছুরি;
এখন বাঁচো অথবা জবেহ করো; নয়তো
সাঁতার দেওয়ার সময় পাবেনা
আর যারা আকাশের দিকে চেয়ে আছে -
কোন ঐশী বাণী অথবা কোন শক্ত হাতের অপেক্ষায়
ভাবছে, একদিন ছিনিয়ে আনবে আকাশ, নদী, মাঠ...
বাইরে তাদের শিশু সন্তানেরা চিল্লিয়ে বলছে -
বাবা, তুমি কখন বাড়ি ফিরে আসবে ?
এরপরও তুমি মগজের ঘরে বন্দি থাকতে চাও ?
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮