কোন দিনই অন্ধকারের হাত-পা ছিল না, তবু
আলো দেখলেই সে হাত বাড়িয়ে দিয়েছে বার বার;
পরে যখন জানতে পেরেছে, ওটা আসলে
কোন আলো ছিল না - ছিল আলেয়া
যেটা বছরের পর বছর দেখে আসছে ফেলানীর বাবা...
যেদিন প্রকাশক তার পত্রিকার ভুল শিরোনামটি
সংশোধনের জন্য সম্পাদককে নির্দেশনা দিয়েছিল
যে, সে জানতে পেরেছে আদালত অমিয় ঘোষকে ফাঁসি নয়,
বেকসুর খালাস দিয়েছে । সেদিন থেকে
তারপরও কুপি হাতে বিচারের দাবী নিয়ে আসে ফেলানী,
প্রতি বছর ঠিক এই দিনে; যখন
আমাদের সকলের ভাগ্যও আটকে গেছে কাঁটাতারে ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১